ছোটগল্প সংকলনের ছোট ভূমিকাঃ
আমার প্রথম লেখা উপন্যাস প্রকাশ পায় ২০১৬ সালে । তখন একটা ঝামেলায় পড়েছিলাম , কিভাবে ভূমিকা লিখবো , কাকে উৎসর্গ করবো ইত্যাদি ইত্যাদি । তার পরের বছরও একই ঘটনা , তারপরেও একই । মজার ব্যাপার , এখনও গুছিয়ে কিছু লিখতে পারছিনা । যাই হোক, অফিসের অতিরিক্ত কাজের চাপ আর পারিবারিক কিছু কারণে এই বছর , অর্থাৎ , ২০১৯ এ আমার কোনও লেখা অমর একুশে বইমেলায় প্রকাশ পাওয়ার কথা ছিলনা । কিন্তু অনেক জল্পনা কল্পনার শেষে কয়েকটি ছোট গল্প নিয়ে একটি সংকলন টাইপ কিছু করার ট্রাই করলাম । এই সংকলনে পাঁচটি ছোট গল্প আছে । বৃহস্পতিবার , কনসিভ , দীর্ঘ-ঈ-কার , বাটারফ্লাই এবং ভাইরাস । পাঁচটি গল্পের মধ্যে চারটি - আমাদের চারপাশের ঘটে যাওয়া দৈনন্দিন...