বাংলা কবিতা বাংলা সাহিত্যের এক অনবদ্ধ সৃষ্টি। সেই প্রাচীন কাল থেকেই বাংলার কবিরা এই জনপদের আপামর জনসাধরনের যাপিত জীবন নিয়ে বিভিন্ন ভঙ্গিতে কবিতা রচনা করেছেন। বাংলা কবিতায় স্থান পেয়েছে মানুষের সুখ, দুঃখ- বেদনা, বিরহ- ভালবাসা, প্রেম- বঞ্ছনা, স্বাধীনতা, বিদ্রোহ, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের কথা।
'আধুনিক বাংলা কবিতা ' একটি সুন্দর কবিতার বই l এই বইয়ে ভিন্নধর্মী কবিতা স্থান পেয়েছে lকবিতা মানুষের মনের দর্পন l কবিতা মানুষের মনের কথা বলে l মানুষ এই জগৎ সংসারে জীবন যুদ্ধেরত l কবিতা মানুষকে অনুপ্রেরণা যোগায় l জীবন মুখী কবিতা মানুষ কে তার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করে l এই বই এর সমস্ত কবিতা সুন্দর জীবন মুখী কবিতা l
আধুনিক বাংলা কবিতা -আশির দশক থেকে...